ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

সব বিশ্ববিদ্যালয় এবার এক ছাতার নিচে

২০২৫ মে ১৯ ১৭:৩৩:৫৯
সব বিশ্ববিদ্যালয় এবার এক ছাতার নিচে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আসছে বড় ধরনের এক পরিবর্তন। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রমকে এক ছাতার নিচে আনতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে একটি কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম—ইউজিসি ইআরপি (UGC ERP)।

সোমবার (১৯ মে) ইউজিসিতে আয়োজিত ‘ইউজিসি-ইআরপি সফটওয়্যার আর্কিটেকচার ও ডিজাইনের ওপর বিশেষজ্ঞ মতামত’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এই তথ্য জানানো হয়। সফটওয়্যারটি নির্মিত হচ্ছে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায়।

এই সফটওয়্যারে বিশ্ববিদ্যালয়গুলোর:

একাডেমিক কার্যক্রম

গবেষণা এবং অ্যাক্রিডিটেশন

প্রকল্পের প্রস্তাবনা

আর্থিক ব্যবস্থাপনা

শিক্ষক-শিক্ষার্থীদের প্রোফাইল

জনবল এবং বাজেট তথ্য

সহ সর্বত্রই থাকবে একীভূত তথ্য। ইউজিসির নিজস্ব কার্যক্রমের সব তথ্যও এতে অন্তর্ভুক্ত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, “এই সফটওয়্যারটি চালু হলে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে সমন্বয় আরও মজবুত হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় হবে।”

কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, “সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নির্ভুল তথ্য ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই ইআরপি আবশ্যক। এটি চালু হলে জনবল ও বাজেট পরিকল্পনা আরও বাস্তবসম্মত হবে।”

সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, যিনি বলেন, “এখনো ইউজিসি ও অধিকাংশ বিশ্ববিদ্যালয় ম্যানুয়াল পদ্ধতিতে চলে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে যুগোপযোগী হতে হবে।”

কারা কাজ করছেন এই প্রকল্পে?

ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম

আইসিটি পরিচালক মো. ওমর ফারুক

হিট প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান

বিডিরেন-এর প্রধান নির্বাহী মোহাম্মদ তৌরিত

এছাড়াও তথ্যপ্রযুক্তি ও প্রশাসনিক বিশেষজ্ঞরা কর্মশালায় অংশ নেন এবং বিভিন্ন মতামত দেন।

বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজের স্বচ্ছতা, শিক্ষার্থীদের রেজাল্ট ও প্রোফাইল ম্যানেজমেন্ট, নতুন বিভাগ অনুমোদন, বাজেট বরাদ্দসহ প্রতিটি বিষয়ে বাস্তবভিত্তিক ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নেওয়া যাবে।

এই সফটওয়্যার বাস্তবায়ন হলে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে