ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

পলকের ঘনিষ্ঠ নুসরাত ফারিয়ার বিতর্কিত জীবন এক নজরে

২০২৫ মে ১৯ ০৮:৪৩:১৪
পলকের ঘনিষ্ঠ নুসরাত ফারিয়ার বিতর্কিত জীবন এক নজরে

নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যা চেষ্টার মামলায় নুসরাত ফারিয়া ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে থানার হেফাজত থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। যদিও তার অভিনীত সিনেমাগুলো বাণিজ্যিকভাবে তেমন সফলতা পায়নি, তবুও বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি আলোচনায় ছিলেন। ব্যর্থ সংগীত ক্যারিয়ার ও অভিনয় জীবনের পরেও মার্সিডিজ ও অডি ব্র্যান্ডের গাড়ি ব্যবহারসহ তার জীবনযাপন নিয়ে প্রশ্ন ওঠে।

অভিযোগ আছে, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান ভেঙে যাওয়া, সংসদ সদস্য হওয়ার চেষ্টা ও বিতর্কিত মডেলিং কার্যক্রম—সব মিলিয়ে তাকে ঘিরে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে বিমানবন্দরেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে