ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

৪০ রোহিঙ্গাকে জীবন্ত সমুদ্রে ফেলে দিয়েছে ভারত

২০২৫ মে ১৬ ২৩:২৬:২৬
৪০ রোহিঙ্গাকে জীবন্ত সমুদ্রে ফেলে দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: আন্দামান সাগরে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এই ভয়াবহ অভিযোগ তুলে ধরে।

জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের পরিবারের সদস্য এবং তাদের আইনজীবীদের বরাতে জানা গেছে, ভারতীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে একাধিক রোহিঙ্গা শরণার্থীকে একটি নৌবাহিনীর জাহাজ থেকে মিয়ানমারের উপকূলে সমুদ্রে নামিয়ে দেয়। এ সময় তাদের শুধু লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে নামানো হয়, যা ছিল প্রাণনাশের শামিল।

শরণার্থীদের কিছু সদস্য শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তাদের পরিবারের সদস্যদের ৬ মে ভারতের অভ্যন্তর থেকে আটক করে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। পরে ৮ মে একটি বিমানে করে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়।

রোহিঙ্গাদের আইনজীবী দিলাওয়ার হুসেন জানান, এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারগুলো ভারতের সর্বোচ্চ আদালতে একটি আবেদন (পিটিশন) করেছে। আবেদনটিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে বলা হয়েছে, যেন ফেলে দেওয়া রোহিঙ্গাদের দিল্লিতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার ব্যাপারে ভারতীয় নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ঘটনা ছাড়াও সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে ভারতের কঠোর অবস্থান চোখে পড়ছে। ৭ মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত পাঁচজন রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বর্তমানে তারা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হেফাজতে রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির মারাত্মক লঙ্ঘন এবং শরণার্থীদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে