ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

২০২৫ মে ১৫ ১২:৪৯:৩৮
পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাজনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দীর্ঘদিনের দ্বন্দ্ব ও উত্তেজনার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে আলোচনার প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবরটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

গত সোমবার, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। এ সময় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পৌঁছে দেন তিনি। গওহর জানান, ইমরান খান আলোচনায় সম্মতি জানিয়েছেন, তবে তিনি চান আলোচনাটি প্রকাশ্যে নয়, বরং গোপনীয়ভাবে হোক—যাতে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।

পিটিআই সূত্র বলছে, অতীতে মিডিয়ার অতিরিক্ত হস্তক্ষেপ এবং প্রচারণার কারণে বেশ কয়েকবার আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়েছে। তাই এবার দলটি চায় আলোচনার সময় পূর্ণ গোপনীয়তা বজায় থাকুক।

ব্যারিস্টার গওহর বলেন, “আমি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছি। তিনি আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তবে কী বিষয়ে আলোচনা হবে, তা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”

এর আগে, জাতীয় পরিষদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে পিটিআই সাফ জানিয়ে দিয়েছে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের অনুমতি ছাড়া কোনো আলোচনাই সম্ভব নয়।

সরকারি এই আলোচনার প্রস্তাব এমন এক সময় এল, যখন ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসন, অর্থনৈতিক সংকট, এবং দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা ঘিরে পাকিস্তানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে। পাশাপাশি সামরিক-বেসামরিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে