ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

ফেসবুকে ডিলিট পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

২০২৫ মে ১৬ ১২:০৪:২১
ফেসবুকে ডিলিট পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই। ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।

ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।

২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।

৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।

৫. এখন ওপরের দিকে কতগুলো সেকশন দেখা যাবে। সেখান থেকে ডান দিকে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ বাটন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৬. রিসাইকেল বিন পেজে ডিলিট করা পোস্টের তালিকা দেখা যাবে।

৭. এখন যে পোস্টটি আবার ফিরিয়ে আনতে চান, তার বাম পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন। এর ফলে পোস্টটি নির্বাচিত হবে। আর নিচের দিকে দুটি অপশন দৃশ্যমান হবে।

৮. পোস্টটি নিজের প্রোফাইলে নিয়ে আসতে চাইলে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। আর পোস্টটি আর্কাইভ ফোল্ডারে রাখতে চাইলে ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে