ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

ভুতের বেশে পার্লামেন্টে ঢুকে যা করলেন এমপি

২০২৫ মে ১৫ ১৮:২৯:৩৬
ভুতের বেশে পার্লামেন্টে ঢুকে যা করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক: ইতালির পার্লামেন্টে ‘ভূতের পোশাক’ পরে প্রবেশ করে নজিরবিহীন প্রতিবাদ জানালেন বিরোধী দলীয় এমপি রিকার্ডো ম্যাগি। বুধবার (১৪ মে) অধিবেশন চলাকালে "+ইউরোপা" দলের এই এমপি সাদা চাদর গায়ে দিয়ে, চোখে আঁকা কালো দাগ ও কাপড়ে “গণভোট” শব্দ লিখে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে তাৎক্ষণিক বিশৃঙ্খলা তৈরি হলে পার্লামেন্ট স্পিকার লরেঞ্জো ফন্টানা তাকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরে পাঁচজন নিরাপত্তাকর্মী তাকে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে দেন।

রিকার্ডো ম্যাগির এই প্রতিবাদের পেছনে রয়েছে আসন্ন পাঁচটি জাতীয় গণভোট। আগামী ৮ ও ৯ জুন ভোট হওয়ার কথা থাকলেও তিনি অভিযোগ করেন, সরকার এই গণভোটগুলো নিয়ে ভোটারদের নিরুৎসাহিত করার চেষ্টায় লিপ্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি-ডানপন্থী সরকার জনগণের অংশগ্রহণ ঠেকাতে সচেতনভাবে ভোট থেকে বিরত থাকার প্রচারণা চালাচ্ছে।

গণভোটে মূলত বিদেশিদের নাগরিকত্ব সংশোধন ও ২০১৫ সালের শ্রম সংস্কার বাতিলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এমপি ম্যাগির মতে, এসব বিষয়ে যথাযথ গণআলোচনা ও গণতান্ত্রিক অংশগ্রহণ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ জনগণের মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।

ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে