ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিয়ম ভেঙে বিদেশ থেকে পদত্যাগ, আলোচনায় পদ্মা অয়েলের এমডি

২০২৫ মে ১৫ ২২:১৩:০০
নিয়ম ভেঙে বিদেশ থেকে পদত্যাগ, আলোচনায় পদ্মা অয়েলের এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের রাষ্ট্রায়াত্ব কোম্পানি পদ্মা অয়েল পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সোবহান আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। তবে এ পদত্যাগ ঘটেছে স্বাভাবিক প্রক্রিয়াবিধির বাইরে—বিদেশ থেকে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল সূত্রে জানা গেছে, গত ১৪ মে (বুধবার) যুক্তরাষ্ট্র থেকে ইমেইলের মাধ্যমে বিপিসির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠান আবদুস সোবহান। তিনি অসুস্থ স্ত্রীর দেখাশোনার অজুহাতে ৪ থেকে ১০ মে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান। তবে ছুটি শেষে ১০ মে দেশে না ফিরে এবং কোনো ব্যাখা না দিয়ে একদিন পর তিনি পদত্যাগ করেন।

১৩ মে পদ্মা অয়েল বোর্ডের বৈঠকে এমডির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বোর্ড চেয়ারম্যান জাফর উল্লা খান জানতে চান এমডির অবস্থান সম্পর্কে। উত্তরে কোম্পানি সচিব জানান, এমডি ছুটিতে আছেন ও দেশের বাইরে রয়েছেন। তবে ছুটি শেষ হলেও কেন তিনি দায়িত্বে ফিরে আসেননি—তা নিয়ে বোর্ডে বিস্তর আলোচনা হয়।

এর পরদিনই আবদুস সোবহান পদত্যাগপত্র পাঠান। সরকারি বার্তা সংস্থা বাসস-এর খবরে বলা হয়েছে, বিপিসির সচিব (উপসচিব) শাহিনা সুলতানা পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং জানান, নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর তা কার্যকর হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে