ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

সোনালী ব্যাংকে নতুন পাঁচ বিভাগ

২০২৫ মে ১৬ ১০:২৩:৪৫
সোনালী ব্যাংকে নতুন পাঁচ বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচটি নতুন বিভাগ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যাংকের সম্মেলন কক্ষে এসব বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) মো. শওকত আলী খান। এ সময় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন চালু হওয়া বিভাগগুলো হলো:

কর্পোরেট সার্ভিসেস ডিভিশন

ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস)

ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন

অফশোর ব্যাংকিং ডিভিশন

এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, নতুন কর্পোরেট ও বৃহৎ ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সময়োপযোগী ঋণনীতি প্রণয়ন ও পর্যালোচনা, অফশোর ব্যাংকিং কার্যক্রম আধুনিকীকরণ এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে এসব বিভাগ চালু করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে