ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

সুস্পষ্ট ঘোষণা না এলে একচুলও সরবো না

২০২৫ মে ১৬ ১২:৪২:০৮
সুস্পষ্ট ঘোষণা না এলে একচুলও সরবো না

নিজস্ব প্রতিবেদক: সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।

শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে চলমান আন্দোলনের সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রইস উদ্দিন বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি যদি প্রথম দিনেই সরকার আন্তরিকভাবে বিবেচনা করতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে আর পেছনে ফেরার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ অবহেলিত, বঞ্চিত—এটা ঐতিহাসিক বাস্তবতা। তাই দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে। সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা একচুলও সরবো না। যদি হুমকি আসে বা সরকারি এজেন্সি কাউকে তুলে নিয়ে যায়, তবুও আন্দোলন চলবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন। এর মধ্যে বৃহস্পতিবার কাকরাইল এলাকায় অবস্থান কর্মসূচিতে নতুন করে আরও একটি দাবি যুক্ত হয়, যা বর্তমানে চার দফায় দাঁড়িয়েছে।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ চলবে। সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথেই থাকবেন।

দাবি আদায়ের অংশ হিসেবে আজ জুমার নামাজের পর থেকে গণঅনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জবি শিক্ষার্থীরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে