ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপ নিয়ে শিবিরের বিবৃতি

২০২৫ মে ১৬ ১৫:৪১:০৪
উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপ নিয়ে শিবিরের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্ত ও প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ওপর দায় চাপানো হচ্ছে, যা ‘ফ্যাসিস্ট আচরণের পুনরাবৃত্তি’ বলেই মনে করছে তারা।

শুক্রবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই অভিযোগ তোলেন।

বিবৃতিতে শিবির নেতারা বলেন,“ছাত্রশিবির শুরু থেকেই আদর্শিক ও ন্যায়ের রাজনীতি চর্চা করে আসছে। জাতীয় সংকটে সবসময় গঠনমূলক ভূমিকা রেখেছে। কিন্তু একটি চক্র পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে বিতর্কিত করতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। সংগঠনের লোগো, ছবি, এমনকি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”

তাঁরা আরও বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও ছাত্রশিবিরকে টার্গেট করার পুরনো অভ্যাস থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে। ১৪ মে কাকরাইলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার দায় কোনো তদন্ত ছাড়াই ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে—এটি দায়িত্বশীল আচরণ নয়।”

বিবৃতিতে দাবি করা হয়, “বিগত সময়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. তাহের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগরে কবির হত্যা, কুয়েট হামলা, কিংবা সাম্য হত্যার মতো বিভিন্ন ঘটনায় তদন্তের আগে ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা করা হয়েছে।”

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“আমরা মিথ্যাচার, অপপ্রচার ও দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপতথ্য ছড়ালে, আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হবো।”

ছাত্রশিবির নেতারা একে ‘রাজনৈতিক বিভক্তি সৃষ্টির অপচেষ্টা’ বলে অভিহিত করে বলেন,“জুলাই বিপ্লবের চেতনায় আমাদের এগোতে হবে। গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতিই পারে নতুন বাংলাদেশ গড়ে তুলতে। বিভাজন, দোষারোপ ও ষড়যন্ত্রের রাজনীতি দেশের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে।”

১৪ মে রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছাত্রশিবিরের নাম ঘিরে বিভিন্ন গুজব ছড়ায়, যা নিয়েই এই প্রতিক্রিয়া জানালো সংগঠনটি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে