ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

মুনাফায় বড় প্রবৃদ্ধি হলেও শেয়ার দামে সর্বোচ্চ পতন!

২০২৫ মে ১৬ ১৬:৩৮:৫৮
মুনাফায় বড় প্রবৃদ্ধি হলেও শেয়ার দামে সর্বোচ্চ পতন!

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) যমুনা ব্যাংক পিএলসির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৪ পয়সা, যা আগের বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা (পুনঃমূল্যায়িত)। এই সুখবরের মধ্যেও বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদামে দিনের সর্বোচ্চ পতন হয়েছে।

ডিএসই সূত্র জানায়, বৃহস্পতিবার যমুনা ব্যাংকের শেয়ারদাম কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ১২.৮৯ শতাংশ, যা ছিল ডিএসইর সর্বোচ্চ পতন। তবে মুনাফা বৃদ্ধির পরও এই পতনের পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হলো ‘রেকর্ড ডেট’।

সম্প্রতি যমুনা ব্যাংক সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ছিল রেকর্ড ডেটের পরবর্তী দিন, অর্থাৎ এদিন ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পর শেয়ারটির লেনদেন হয়েছে।

রেকর্ড ডেটের আগের দিন শেয়ারটির দাম ছিল ১৯ টাকা ৪০ পয়সা। ডিভিডেন্ডের হিসাব করে অ্যাডজাস্টেড দাম দাঁড়ায় ১৬ টাকা ৫৫ পয়সায়। বৃহস্পতিবার দিনের শেষে শেয়ার ক্লোজ করেছে ১৬ টাকা ৯০ পয়সায়, যা অ্যাডজাস্টেড দামের তুলনায় সামান্য বেশি।

এ থেকে স্পষ্ট, শেয়ারটির পতন আসলে প্রকৃত পতন নয়, এটি ডিভিডেন্ড সংক্রান্ত টেকনিক্যাল সমন্বয়ের ফল। অনেক বিনিয়োগকারী বিষয়টি না বুঝে আতঙ্কিত হতে পারেন, যদিও এটি বাজারের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিকের ইতিবাচক আয় ও ডিভিডেন্ড ঘোষণা কোম্পানিটির মৌলিক শক্তি প্রতিফলিত করছে। তবে সামগ্রিক বাজারের মন্দা এবং বিনিয়োগকারীদের আস্থা সংকটের কারণে শেয়ারদামের এমন ওঠাপড়া দেখা যাচ্ছে, যা সামগ্রিক বাজার পরিস্থিতিরই প্রতিফলন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে