ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫
Sharenews24

প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আর্থিক খাতের ৭ কোম্পানি

২০২৫ মে ১৬ ২১:২১:৫১
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আর্থিক খাতের ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৫ মে) চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ’২৫ মেয়াদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৭ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- আইপিডিসি, পিপলস লিজিং, মাইডাস ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ফাইন্যান্সঅর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮২ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩০ টাকা। আগের বছর একই সময় ছিল মাইনাস ৩০ টাকা ০৫ পয়সা।

আইপিডিসি

প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৮৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ টাকা ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৩ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স

প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৭ টাকা ৫৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৫১ টাকা ৬৩ পয়সা।

মাইডাস ফাইন্যান্স

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স

প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৭৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা।

পিপলস লিজিং

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১৫২ টাকা ৯৬ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে