ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

‘কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না’

২০২৫ মে ১৪ ২১:৩০:৩৫
‘কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না’

আন্তর্জাতিক ডেস্ক:ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জেল থেকে পাঠানো বার্তায় তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নিতে পারেন এবং কোনও অবস্থাতেই তাঁকে বিশ্বাস করা উচিত নয়।

ইমরানের এই বার্তা তাঁর বোন আলিমা খান সম্প্রতি কারাগারে গিয়ে সাক্ষাৎ করার পর প্রকাশ্যে আনেন। বার্তাটি পরে ইমরানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়, যদিও ইমরান সরাসরি ওই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন না।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ইমরান খান মন্তব্য করেছেন, “ভারত-পাকিস্তান পরিস্থিতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাবি করে। পাকিস্তানকে এখন সতর্ক থাকতে হবে, কারণ মোদী নিঃসন্দেহে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন।”

তিনি আরও বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার—এ কথা আমি সবসময় বলেছি। আমাদের সেনাবাহিনী আকাশপথে ও স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”

ইমরান দাবি করেন, ভারত পাকিস্তানের সাধারণ মানুষকে টার্গেট করেছে এবং এই হামলাকে তিনি ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেন।

তিনি ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “পাকিস্তান বায়ুসেনা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি।”

এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা আবার বাড়ছে এবং ইমরান খান নিজে দুর্নীতিসহ একাধিক মামলায় কারাবন্দি।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে