ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

শনিবার খোলা থাকছে ব্যাংক এবং শেয়ারবাজার

২০২৫ মে ১৬ ১১:১৩:৩১
শনিবার খোলা থাকছে ব্যাংক এবং শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার (১৭ মে) খোলা থাকছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। একইসঙ্গে শেয়ারবাজারেও চলবে স্বাভাবিক লেনদেন। ঈদের দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে আগামীকাল এবং আগামী ২৪ মে (শনিবার) ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন খোলা থাকবে সকল সরকারি অফিসও। এবারের ঈদে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করায় ওই দুই শনিবার অফিস খোলা রাখা হচ্ছে।

এছাড়া ঈদের পর ১১ ও ১২ জুন বন্দর ও কাস্টমস এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ ছুটির প্রভাব থেকে ব্যবসা-বাণিজ্যকে সুরক্ষা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে