ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, ঘোষণাপত্রে যা বলা আছে

২০২৫ মে ১৬ ১৯:১৮:৪৪
‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, ঘোষণাপত্রে যা বলা আছে

নিজস্ব প্রতিবেদক: ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। শুক্রবার বিকেলে গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। ১৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

সংগঠনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ‘জাতীয় যুবশক্তি’ বিশ্বাস করে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, এবং এখন সময় এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও প্রজাতন্ত্র নির্মাণের।

ঘোষণাপত্রে ১৯৪৭-এর উপনিবেশবিরোধী আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন রাষ্ট্র ভাবনার কথা বলা হয়েছে। যুবশক্তি দাবি করে, এই অভ্যুত্থান ছিল নতুন রাজনৈতিক কল্পনার সূচনা, যেখানে তরুণরা স্পষ্টভাবে জানিয়েছেন—বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না।

রাজনীতির নৈতিক ভিত্তি হিসেবে সংগঠনটি দায়বদ্ধতা, সহানুভূতি ও জনসেবার উপর জোর দেয়। তারা এমন একটি বাংলাদেশ চায়, যেখানে নাগরিক মর্যাদা বাস্তবে প্রতিফলিত হবে এবং রাষ্ট্র ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে।

ঘোষণাপত্রে 'বাংলাদেশপন্থা' নামক একটি স্বতন্ত্র রাজনৈতিক দর্শনের কথাও উল্লেখ করা হয়েছে—যা ফ্যাসিবাদবিরোধী, আগ্রাসনবিরোধী এবং বাংলাদেশের ভূগোল, সংস্কৃতি ও মানুষের সংগ্রামের ভিত্তিতে গড়ে ওঠা একটি সার্বভৌম চিন্তা।

রাষ্ট্রীয় কাঠামোতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে বদ্বীপীয় সভ্যতার প্রতিনিধি হিসেবে। এ জন্য প্রয়োজন একটি মানবিক, সৃজনশীল, দুর্নীতিমুক্ত এবং তরুণবান্ধব রাষ্ট্র কাঠামো।

তারা গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামোর কথা বলে, যেখানে শুধু ভোট নয়—প্রতিটি সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ থাকবে। স্বাধীন নির্বাচন কমিশন, নিরপেক্ষ বিচার বিভাগ, শক্তিশালী স্থানীয় সরকার এবং প্রযুক্তিনির্ভর স্বচ্ছ প্রশাসনের আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে শেষ পর্যন্ত বলা হয়েছে: “আমরা শুধু উত্তরাধিকার নয়, আমরাই আগামী। রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্যা নিশ্চিত করবে যুবশক্তি। আগামীর সংসদ ও বাংলাদেশ হবে তরুণদের।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে