ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

পুরোনো এসি কেনার আগে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

২০২৫ মে ১৫ ১৩:০৩:৪৪
পুরোনো এসি কেনার আগে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। দামের দিকটা নজরে দিতে গিয়ে নতুন এসি কিনতে পারছেন না। সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড এসি কিনতে পারেন। সেটি হতে পারে সেকেন্ড হ্যান্ড এসি বিক্রি করে এমন দোকান থেকে বা ব্যক্তির থেকে।

তবে পুরনো এসি কেনার আগে কয়েকটি জিনিস দেখে নিতে হয়। সেগুলো যাচাই না করলে ঠকে যেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কী কী বিষয়ে নজর রাখবেন-

>> সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার। পরিচিত ও ব্র্যান্ডেড সংস্থার এসি না হলে কেনাটা ঠিক নয়। আর দেখবেন এসি কতটা পুরোনো! কতদিন ধরে সেটি ব্যবহার করা হয়েছে।

>> এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন। অনেক সময় খুব বেশি পুরনো এসি না কেনাই ভালো।

>> এসির গ্যাস চেক করাবেন। ভবিষ্যতে গ্যাস লিক হলে সমস্যায় পড়তে পারেন। ইনভার্টার এসি কেনাটাই লাভজনক। অনেক ক্ষেত্রে আপনি সহজেই নন ইনভার্টার এসি পেতে পারেন। তবে নন ইনভার্টার এসি কিন্তু বিদ্যুতের বিল কিছুটা বাড়িয়ে দিতে পারে।

>> এসির ফিল্টার স্ট্যাটাস চেক করবেন। খুব বেশি পুরনো ফিল্টার লাগানো এসি কেনা লাভজনক নয়। এসির ক্ষেত্রে ফিল্টার-এর ঠিকঠাক কাজ করাটা বড় ফ্যাক্টর। সেটা চেক করে নেওয়াই ভালো।

>> এসির স্টার রেটিং দেখে নেবেন। ফাইভ স্টার হলে কোনো সমস্যা নেই। নিদেনপক্ষে থ্রি স্টারের এসি হলেও ক্ষতি নেই। তবে সেক্ষেত্রে এসির কার্যকারিতা কতটা, সেটা ভালো করে যাচাই করে নিতে হবে।

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে