ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন নিয়োগ

২০২৫ মে ১৪ ১৯:০১:৩১
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: মো. খায়রুল হাসান সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ১৩ বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, বিজনেস প্রমোশন ও মার্কেটিংসহ বিভিন্ন বিভাগ এবং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

খায়রুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ যোগদানের মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ চ্যাপ্টারসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (BUP) থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক মানের ইসলামী অর্থনীতি ও শরিয়াহভিত্তিক আর্থিক খাতে তার দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বাহরাইনভিত্তিক AAOIFI থেকে সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর (CSAA) ফেলোশিপ অর্জন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি একজন লেখক ও গবেষক। ইসলামী অর্থনীতি, করপোরেট রাইটিং ও সমসাময়িক বিষয় নিয়ে তার লেখা বই পাঠকমহলে সমাদৃত হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

খায়রুল হাসান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে