ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রান্নাঘরের দেয়াল থেকে কঠিন দাগ তোলার সহজ পদ্ধতি

২০২৫ মে ১০ ১৩:০২:৪৮
রান্নাঘরের দেয়াল থেকে কঠিন দাগ তোলার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: রান্নাঘরের দেয়াল, টাইলসে তেল-মসলার দাগ জমে গেলে তা পরিষ্কার করা বেশ কষ্টকর। কড়াই থেকে ছিটকে যাওয়া তেল বা ঝোল দেয়ালে ছোপ ফেলে, যেগুলো সাধারণ ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেও পুরোপুরি ওঠে না। এই সমস্যার সহজ ও ঘরোয়া সমাধান দিতে পারে কয়েকটি সাধারণ উপাদান, যেগুলো আপনি হয়তো প্রতিদিন রান্নাঘরেই ব্যবহার করছেন। চলুন, জেনে নিই।

লেবুর রস

দেয়ালের দাগের ওপর লেবুর রস লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। এরপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেই দেখবেন, তেল-মসলার দাগ অনেকটাই উঠে যাচ্ছে। শুধু টাইলস নয়, রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করতেও লেবুর রস দারুণ কার্যকর।

বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে দিন।২০ মিনিট পর স্ক্রাবার দিয়ে ঘষে মুছে ফেলুন। এতে পুরনো ও জমাট বেঁধে থাকা তেলের দাগও সাফ হয়ে যাবে।

কর্নফ্লাওয়ার

বেকিং সোডার মতোই কর্নফ্লাওয়ার অল্প পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করে লাগিয়ে রাখুন দাগের ওপর। এক ঘণ্টা রেখে দিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে দেয়ালের দাগ।

গরম পানি ও তরল সাবানের মিশ্রণ

গরম পানির সঙ্গে কিছুটা তরল বাসন ধোয়ার সাবান মিশিয়ে নিয়ে টাইলস ও স্ল্যাব পরিষ্কার করতে পারেন প্রতিদিন। এতে নতুন দাগ জমবে না, আর পুরনোগুলো সহজেই উঠবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে