ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

তীব্র গরমে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

২০২৫ মে ১২ ০৯:৪৯:৪২
তীব্র গরমে রাসুল (সা.) যে দোয়া পড়তেন

নিজস্ব প্রতিবেদক: তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে সারা দেশের মানুষ। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। এমন প্রখর রোদের মধ্যে এক চিলতে বৃষ্টির পরশ মানুষের মনে এনে দিতে পারে অনাবিল প্রশান্তি। এ জন্য মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চেয়ে দোয়া করা মুমিনের কর্তব্য।

রাসুল (সা.) বৃষ্টির জন্য একটি দোয়া পড়তেন। তা হলো—

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ

উচ্চারণ : আল্লাহুম্মাসকিনা গাইছান মুগিছান মারিআন নাফিআন গইরাদ দাররিন, আজিলান গইরা আজিল।

অর্থ : হে আল্লাহ, আমাদের বিলম্বে নয়, তাড়াতাড়ি ক্ষতিমুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করুন।

হাদিস : জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একদা নবী (সা.)-এর কাছে কিছু লোক (বৃষ্টি না হওয়ায়) ক্রন্দনরত অবস্থায় এলে তিনি এই দোয়া করেন।

বর্ণনাকারী বলেন, অতঃপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ, হাদিস : ১১৬৯)

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে