ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

হাসিনাকে যেভাবে ফেরানো সম্ভব জানালেন দুদক চেয়ারম্যান

২০২৫ মে ১৪ ১৯:০৫:৫৫
হাসিনাকে যেভাবে ফেরানো সম্ভব জানালেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ সাবেক এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বুধবার (১৪ মে) দুদক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন,“আওয়ামী লীগ সরকারের সময়ে করা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। এ বিষয়ে কাজ করছে দুদক।”

চেয়ারম্যান আরও জানান, টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন।

এর আগে আজ সকাল ১০টায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে উপস্থিত হওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময় অনুযায়ী তিনি বা তার কোনো প্রতিনিধি উপস্থিত হননি।

দুদক সূত্র জানায়, ৮ মে তারিখে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলার তদন্তে টিউলিপ সিদ্দিককে আসামি হিসেবে বক্তব্য দিতে তলব করা হয়।

দুদক চেয়ারম্যান আরও ইঙ্গিত দেন, যদি প্রয়োজন হয়, তাহলে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে