ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৫ মে ১৫ ১২:২৬:৫৩
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকারি চাকরিজীবীদের জন্য আবারও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যদিও চলতি বছরের জানুয়ারি থেকে এ ভাতা চালুর পরিকল্পনা থাকলেও অর্থনীতিবিদদের সমালোচনার মুখে তা স্থগিত করা হয়। তবে এবার বাজেট প্রস্তুতির প্রাক্কালে বিষয়টি ফের সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মহার্ঘ ভাতা’ চালুর উপযুক্ততা ও অর্থসংস্থানের লক্ষ্যে গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সুপারিশ করে।

সরকার এখন সেই সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছে। প্রস্তাবিত ভাতা বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে বাজেট থেকে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেতে পারেন ২০ শতাংশ ভাতা, আর প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মচারীরা পেতে পারেন ১০ বা ১৫ শতাংশ ভাতা।

১০ শতাংশ হারে ভাতা দিলে বাজেটে বাড়তি খরচ হবে ৬ হাজার কোটি টাকা,

আর ১৫ শতাংশ হারে দিলে তা দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

তবে প্রস্তাব অনুযায়ী ভাতা চালু হলে আলাদাভাবে ৫ শতাংশ ইনক্রিমেন্ট আর দেওয়া হবে না।

চলতি (২০২৪-২৫) অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ।

পূর্ববর্তী সরকারের সময়ে পদোন্নতির কারণে এই খাতে বরাদ্দ সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে তিনি বিষয়টি উপস্থাপন করবেন। ইতোমধ্যে অর্থ বিভাগ এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে, যা বৈঠকে উপস্থাপন করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে