ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টার মাথায় বোতল ছোড়া শিক্ষার্থীর পরিচয় প্রকাশ

২০২৫ মে ১৫ ১২:৩৭:৪৯
উপদেষ্টার মাথায় বোতল ছোড়া শিক্ষার্থীর পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র।

গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন উপদেষ্টা মাহফুজ। পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তিনি যখন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখনই কেউ একজন একটি পানির বোতল ছুড়ে মারেন, যা সরাসরি গিয়ে তার মাথায় আঘাত করে।

প্রাথমিকভাবে ঘটনার সময় বোতল ছোঁড়ার ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও, পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা সম্ভব হয়।নাম ইশতিয়াক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

‘জবিয়ান্স’ নামের একটি ফেসবুক পেজে তার পরিচয় তুলে ধরে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে লেখা হয়: “বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসাইন। ডিপার্টমেন্ট: অর্থনীতি, ব্যাচ: ১৯।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. তাজাম্মুল হক বলেন,“হ্যাঁ, ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। তবে আমাদের এখন মূল লক্ষ্য ছাত্রদের দাবিদাওয়া আদায়। তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে এই মুহূর্তে আমরা মাথা ঘামাচ্ছি না।”

তিনি আরও বলেন,“দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরে কাকরাইল মোড়ে অবস্থান করছেন। তাদের প্রতি পুলিশের কঠোর অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র আন্দোলনের নেতারা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে