ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজার: শুরুতে উত্থান হলেও শেষে বড় পতন

২০২৫ এপ্রিল ১৩ ১৫:১৯:৪৩
শেয়ারবাজার: শুরুতে উত্থান হলেও শেষে বড় পতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৩ এপ্রিল) শেয়ারবাজারের শুরুতে উত্থান প্রবণতা দেখা গেলেও দিনশেষে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। পাশাপাশি এদিন ডিএসইর লেনদেনেও বড় পতন হয়েছে এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় পতন দেখা গেছে। এদিন প্রতিষ্ঠানটির পাঁচটি সূচকের মধ্যে চারটি সূচকই ছিল নেতিবাচক প্রবণতায়। ১টি ছিল সামান্য উত্থান প্রবণতায়। তবে এদিন সিএসইর লেনদেনে ছিল ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা।

শেয়ারবাজারের বিনিয়োগকারীরা সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারকে ‘ব্ল্যাক সানডে’ আবারও বলে অভিহিত করেছেন। তাদের ভাষায়, সপ্তাহের প্রথম কর্মদিবস তাদেরকে প্রায়ই হতাশ করে। আজ বড় আকারে হতাশ করেছে। কারণ আজকের এমন পতনের জন্য তারা প্রস্তুত ছিল না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (রোববার) ডিএসইর প্রধান সূচক ৩৫.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৯২ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৪০টির এবং পরিবর্তন হয়নি ৪৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ১৫ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৪৮ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৭০ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩.০৫ পয়েন্ট পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে