ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ড. ইউনূসের চাঞ্চল্যকর প্রস্তাব

২০২৫ এপ্রিল ০৬ ১৭:২৫:১৯
চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ড. ইউনূসের চাঞ্চল্যকর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এই উদ্যোগ গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উন্নতির দিকে নিয়ে যাবে। তিনি গত মার্চে চীন সফরের সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। গত শনিবার (৫ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে, ড. ইউনূস শান্তির কথা উল্লেখ করে বলেন, "যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান।" তিনি আরও বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে এবং চীন এই উত্তরণে সহায়তা করতে পারে। চীনের স্বাস্থ্যসেবা খাতের উন্নতি বাংলাদেশে প্রবৃদ্ধি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের জনগণও সুবিধা পেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া, বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প-কারখানা স্থানান্তরের আহ্বান জানান ড. ইউনূস। তার মতে, চীনের সহযোগিতা হলে, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুপক্ষই লাভবান হবে। তিনি বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে চীনের সহায়তা কামনা করেন।

বাংলাদেশে চীনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন ড. ইউনূস। তিনি বলেন, "এভাবে চীনের ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ তৈরি হলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।"

ড. ইউনূসের এই সফর ছিল প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফর। গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিনি দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ায় অংশ নেন এবং এরপর বেইজিং সফর করেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে