ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারতের নতুন আইন মুসলমানদের জন্য হুমকি: আসিফ নজরুল

২০২৫ এপ্রিল ০৬ ১০:৫৩:১২
ভারতের নতুন আইন মুসলমানদের জন্য হুমকি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: ভারতের মোদি সরকার সম্প্রতি মুসলমানবিরোধী একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেছেন।

আসিফ নজরুলের মতে, ভারতের নতুন একটি আইন পাস করেছে, যার মাধ্যমে মুসলমানদের "ওয়াক্‌ফ" (মুসলমানদের ধর্মীয় সম্পত্তি) পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার সুযোগ দেয়া হয়েছে। তার মতে, এই আইনটির মাধ্যমে ভারতের সরকার মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই আইনের মাধ্যমে পুরোনো মসজিদসহ মুসলমানদের অনেক ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এছাড়া, তিনি উল্লেখ করেছেন যে, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে কখনোই অন্য ধর্মের অনুসারীরা স্থান পান না। তাহলে, প্রশ্ন তুলেছেন আসিফ নজরুল, কেন ওয়াক্‌ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে?

তিনি আরও বলেন, এই নতুন আইন মুসলমানদের এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের জন্য হুমকি হিসেবে দেখা যাচ্ছে। আসিফ নজরুলের মতে, এই পদক্ষেপটি ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় হিসেবে কাজ করবে।

এদিকে, আসিফ নজরুল এ প্রসঙ্গে একটি পরিতাপের কথা উল্লেখ করেছেন, যে গোষ্ঠীটি ভারতে মুসলমান ও সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে, সেই গোষ্ঠীটি বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে চলে আসছে।

এই পোস্টে আসিফ নজরুল ভারতের সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি ভারতের মুসলমান ও সংখ্যালঘু জনগণের জন্য আরও এক বিপদজনক অধ্যায় হতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে