ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

‘র’ এর ওপর মার্কিন সংস্থার নিষেধাজ্ঞা, যা বলল ভারত

২০২৫ মার্চ ২৭ ০৯:২৪:০২
‘র’ এর ওপর মার্কিন সংস্থার নিষেধাজ্ঞা, যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক : মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ২৫ মার্চ মঙ্গলবার। প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে, মার্কিন সরকারকে ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। এ নিয়ে ভারত সরকার প্রতিক্রিয়া জানিয়েছে।

২৬ মার্চ বুধবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন কমিশনের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এবং ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ (Entity of Concern) হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছে। মন্ত্রণালয় জানায়, এই সংস্থা তার প্রতিবেদনে পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন করছে, এবং তথ্য বিকৃত করে উপস্থাপন করছে।

ভারত সরকারের মতে, ওই প্রতিবেদনটি এক ধরনের 'ফেইক' রিপোর্ট, যা ভারতের গোয়েন্দা সংস্থা RAW-কে ন্যায্যভাবে অভিযুক্ত করছে না। প্রতিবেদনে ২০২৩ সালে নিউইয়র্কে এক শিখ নাগরিকের হত্যাচেষ্টায় RAW-এর একজন কর্মকর্তা এবং ছয়জন ভারতীয় কূটনীতিকের নাম উঠে আসে। এদিকে, ভারত দাবি করে যে, মার্কিন কমিশনের প্রতিবেদনটি আরও একবার তার পক্ষপাতমূলক মনোভাব প্রকাশ করেছে এবং ভারতীয় সমাজের বহুত্ববাদী চরিত্রকে বিকৃত করেছে।

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, "এমন সংস্থা যাদের উদ্দেশ্যপূর্ণ ও এজেন্ডা ভিত্তিক দাবির প্যাটার্ন স্পষ্ট, তাদের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউএসসিআইআরএফ কিছু বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ভারতীয় সমাজের বহুত্ববাদী চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যা তাদের প্রকৃত উদ্বেগ নয়, বরং একটি উদ্দেশ্যপ্রণোদিত ডিজাইন।"

এছাড়া, ভারত আরও দাবি করে, দেশে ১৪০ কোটি মানুষের বসবাস এবং পৃথিবীর বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও, ইউএসসিআইআরএফ কখনই ভারতের সত্যিকারের চিত্র উপস্থাপন করবে না।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, "আমরা কখনও আশা করি না যে, ইউএসসিআইআরএফ আমাদের বহুত্ববাদী সমাজ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে স্বীকৃতি দেবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে