ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে

২০২৫ জুলাই ১৪ ১৬:২৬:৫৯
থাকেন ভারতে, বেতন তোলেন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশে চাকরিতে বহাল থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে বাড়ি কিনে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের পর তারা উভয়ে ভারত চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ বাড়ৈ দেশে ফিরে এলেও, তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে তিনি চেকে স্বাক্ষর করে রেখে গেছেন, যার মাধ্যমে নিয়মিতভাবে বেতন তোলা হচ্ছে।

তবে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারতে অবস্থান করছেন এবং সব কিছু নিয়ম মেনেই হয়েছে। তিনি আরও বলেন, তার স্ত্রী দুই দফায় ৬ মাসের ছুটি নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে উভয়ের এমপিও বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ।

এ সময়ে ভারতে থাকাকালীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পান্ডে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, এই দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বছরের পর বছর ধরে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের এই অনিয়মে সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমান্দ সরকার অভিযোগ করে বলেন, “দুর্লভানন্দ বাড়ৈ চাকরিতে অনিয়ম করে নিয়োগ পেয়েছেন। কল্যাণীতে বাড়ি করেছেন। সেখানে তার স্ত্রী-সন্তানরা থাকে, অথচ বেতন তুলছেন বাংলাদেশ থেকে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, “বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি অনিয়মের প্রমাণ মেলে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীনও জানান, অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে