ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিউইয়র্ক-মালয়েশিয়ায় সাবেক আইজিপির সম্পত্তি ক্রোক

২০২৫ জুলাই ১৪ ১৭:৪৬:২৮
নিউইয়র্ক-মালয়েশিয়ায় সাবেক আইজিপির সম্পত্তি ক্রোক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে বিদেশে স্থাবর সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত দুটি স্থাবর সম্পত্তি এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার চারটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত দুটি সম্পত্তি ক্রোক করা হয়েছে। প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। একইসঙ্গে নিউইয়র্কে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুটি অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ বিষয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি পদে দায়িত্ব পালনকালে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে জানা গেছে, বেনজীর আহমেদ বর্তমানে তার নিজ ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। সে কারণে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আগেই এসব সম্পদ জব্দ করা প্রয়োজন বলে দুদক মনে করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে