ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

‘ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বিএনপি’

২০২৫ জুলাই ১৪ ১৮:২৪:২৫
‘ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে এখন একমাত্র লক্ষ্য— ২৬ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ব্যতিক্রম কিছু হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। এই কর্মসূচি আয়োজিত হয় তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিটফোর্ডসহ সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে। কর্মসূচিতে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল এবং চক্র রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। তিনি বলেন, “এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়। ইতিহাসের প্রতিটি বাঁকে যখনই জনগণ অধিকার আদায়ের জন্য এগিয়ে এসেছে, তখনই ষড়যন্ত্রকারীরা অস্থিরতা সৃষ্টি করেছে।”

তিনি দাবি করেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য—বাংলাদেশে নির্বাচন ঠেকানো এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া।

তারেক রহমানকে নিয়ে কটূক্তির জবাবে মির্জা ফখরুল বলেন, “অশ্লীল ভাষায় তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে—এই বিএনপি বারবার সব বাধা মোকাবিলা করে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে।”

তিনি বলেন, “তারেক রহমান আজ দেশ পুনর্গঠনে চিন্তা করছেন, লাখো বেকারের কর্মসংস্থান, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন। ঠিক তখনই তাকে আঘাত করা হচ্ছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “ষড়যন্ত্রকারীদের লক্ষ্য—আবার অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের কবর রচনা করা। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে নিশ্চিত করব—বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরবে না।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যেন উত্তেজনায় পা না দিই, শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে এগিয়ে যাই। আমরা শান্তি চাই, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আমাদের লক্ষ্য স্পষ্ট—২৬ ফেব্রুয়ারির নির্বাচন, এবং তা অবশ্যই হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে