ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

২০২৫ মার্চ ২৬ ২০:০০:৪১
গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। সংস্থাটি ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অমানবিক আচরণের বিষয়টিও তুলে ধরেছে।

গত ২৫ মার্চ একটি প্রতিবেদনে ইউএসসিআইআরএফ জানায়, ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে ভারতের বিরুদ্ধে অভিযোগের জন্ম দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের এবং কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শীতলতা সৃষ্টি হয়েছে।

এছাড়া, গত ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যাচেষ্টার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সময়, যুক্তরাষ্ট্র ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে একাধিক শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগে অভিযুক্ত করেছে।

ইউএসসিআইআরএফ আরও জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য প্রচার করেছেন। ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদি এবং তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

এদিকে, মার্কিন প্যানেল ভারতের মানবাধিকার পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিকে "বিশেষ উদ্বেগের দেশ" হিসেবে মনোনীত করার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বিকাশ যাদবের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে।

বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই নয়াদিল্লিকে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে পাল্টা হিসেবে দেখে এসেছে, এবং তাই ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো অবহেলা করে আসছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে