ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

মন্দা শেয়ারবাজারে উজ্জ্বল ৫ প্রতিষ্ঠান

২০২৫ জুলাই ১৪ ১৫:৫৩:৩১
মন্দা শেয়ারবাজারে উজ্জ্বল ৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ দিন টানা উত্থানের পর সপ্তাহের প্রথম ও আজ দ্বিতীয় কর্মদিবস শেয়ারবাজারে মন্দাভাব দেখা গেছে। এই দুই কর্মদিবসই বাজারে সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের। এমন অবস্থার মধ্যেও উজ্জ্বল ছিল ৫টি প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ওই ৫ প্রতিষ্ঠানে। যে কারণে প্রতিষ্ঠানগুলোর ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ৫টি হলো- ড্যাফোডিল কম্পিউটারস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস। আজ এসব প্রতিষ্ঠানে ক্রেতা থাকলেও বিক্রিতা ছিল না। যে কারণে বিক্রেতা সঙ্কটে প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়ে যায়।

ড্যাফোডিল কম্পিউটারস

আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আজ ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে ৬০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৫ টাকা থেকে ৬০ টাকা ২০ পয়সায় ওঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ৮৫ হাজার ৭০টি শেয়ার ২ কোটি ২৮ লাখ ৭৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। আগেরদিনও কোম্পানিটির দর বেড়েছিল ৯০ পয়সা বা ১.৬৭ শতাংশ।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এই কোম্পানিটির। আজ শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বেড়ে ২৪ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা থেকে ২৪ টাকায় ওঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ১৭ হাজার ৫৭৮টি শেয়ার ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। আগেরদিন কোম্পানিটির দর কমেছিল ৬০ পয়সা বা ২.৬৭ শতাংশ।

ইয়াকিন পলিমার

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইয়াকিন পলিমারের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে ১৫ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৬০ পয়সা থেকে ১৫ টাকায় ওঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ১৮ হাজার ৭৯৬টি শেয়ার ১ কোটি ৩৬ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন হয়েছে। আগেরদিন কোম্পানিটির দর অপরিবর্তিত ছিল।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির দর আজ ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ বেড়েছে। আগের দিন ফান্ডটি সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। দিনশেষ ক্লোজিং দর ছিল ৫ টাকা ৮০ পয়সা। আগের দিন বেড়েছিল ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ। তার আগের দুই দিনও ফান্ডটির দর ঊর্ধ্বমুখী ছিল ।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

কোম্পানিটির শেয়ার দর আজ ১৩০ টাকা ৯০ পয়সা বা ৫ শতাংশ বেড়ে ৭৫০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। দিনভর শেয়ারটি একই দরে অর্থাৎ ২ হাজার ৭৫০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিনও শেয়ারটি সর্বোচ্চ ১৪ টাকা ৭০ পয়সা বা ৫ শতাংশ বেড়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে