ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে, যা জানাল বাংলাদেশ ব্যাংক

২০২৫ মার্চ ২১ ১৪:৪০:৩৪
ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে, যা জানাল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল, শেষ এক মাসে তা দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ঋণ বৃদ্ধির প্রধান কারণ হলো রাজস্ব আদায়ে ঘাটতি, বিদেশি ঋণ পাওয়া কমে যাওয়া এবং সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় সরকার এখন পর্যন্ত যে ঋণ নিয়েছে, তা অনেক কম। বাজেটে ব্যাংক থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকায় নির্ধারণ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সরকারের ঋণ ৯০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তবে বর্তমানে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থবছরের শুরু থেকে গত ১০ মার্চ পর্যন্ত সরকার নিট ৩৮ হাজার ৫১০ কোটি টাকা ঋণ নিয়েছে। যেখানে জানুয়ারি মাসে সরকারের ব্যাংক ঋণ ছিল ১৩ হাজার ৫৭১ কোটি টাকা।

গত ১০ মার্চ পর্যন্ত সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণের পরিমাণ ৫ লাখ ১২ হাজার ৯৯৯ কোটি টাকায় পৌঁছেছে, যা গত জুনে ছিল ৪ লাখ ৭৪ হাজার ৪৯০ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে ঋণস্থির পরিমাণ বেড়ে ৪ লাখ ৪ হাজার ১০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে ঋণের পরিমাণ কমে ১ লাখ ৮ হাজার ৮৯৫ কোটি টাকায় নেমেছে।

দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমে গিয়েছে, যেখানে গত বছর আমানত বেড়েছে মাত্র ৭.৪৭ শতাংশ। সুদহার বৃদ্ধি করে ১০ শতাংশ করা হয়েছে, যে কারণে মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে ৯.৩৪ শতাংশে নেমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে