ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

রানী ও কাজলের পরিবারে শোকের ছায়া

২০২৫ মার্চ ১৪ ১৫:৩৪:৫৯
রানী ও কাজলের পরিবারে শোকের ছায়া

বিনোদন প্রতিবেদক: বলিউডজুড়ে প্রখ্যাত অভিনেতা দেব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাসভবনে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দেব এবং একসময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও কিছুদিন পরে সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর জীবনযুদ্ধ চালিয়ে যেতে পারেননি।

দেব মুখোপাধ্যায় ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিওর মালিক এবং ‘লভ ইন সিমলা’-র মতো চলচ্চিত্রের প্রযোজক। মা সতীদেবী ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমারের বোন। তাঁর দাদা ছিলেন কাজলের বাবা প্রখ্যাত পরিচালক শোমু মুখোপাধ্যায়।

চলচ্চিত্রে দেব মুখোপাধ্যায়ের অভিনয় খুব বেশি সফল হয়নি। তবে তিনি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছিলেন, যেমন 'আঁসু বান গে ফুল', 'কিং আঙ্কেল', 'কামিনে' এবং 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কি'।

যদিও অভিনেতা হিসেবে তেমন পরিচিতি না পেলেও তাঁর পুত্র অয়ন মুখোপাধ্যায় বর্তমানে বলিউডে একজন সফল পরিচালক হিসেবে পরিচিত।

এদিন বিকেল ৪টায় মুম্বাইয়ের ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে বলিউডে শোকের আবহ বিরাজ করছে।

শিয়াম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে