ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের নতুন চ্যালেঞ্জ: বিনিয়োগকারীদের আশঙ্কা বাড়ছে

২০২৫ মার্চ ০৩ ১৮:২৭:৩৫
শেয়ারবাজারের নতুন চ্যালেঞ্জ: বিনিয়োগকারীদের আশঙ্কা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: গত বছরের রাজনৈতিক অনিশ্চয়তা, শেয়ার কারসাজি, এবং তারল্যসংকটের কারণে দেশের শেয়ারবাজার ছিল অত্যন্ত দুর্বল। চলতি বছরে শেয়ারবাজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অনিশ্চয়তা এবং তারল্যসংকট বলে জানানো হয়েছে। লঙ্কাবাংলা সিকিউরিটিজের ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট সার্ভে-২০২৫’ নামে এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংক সংকট: জরিপে অংশগ্রহণকারী ৭৬% বাজার সংশ্লিষ্ট ব্যক্তির মতে, চলতি বছরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা। এছাড়া, ৫৯% ব্যক্তি উচ্চ মূল্যস্ফীতি এবং ৫৬% ব্যাংক খাতের সংকটকে অর্থনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।

বিএসইসির ভূমিকা নিয়ে অনাস্থা: জরিপে ৪৯% অংশগ্রহণকারী বলেছেন যে, বিএসইসি’র বর্তমান নেতৃত্বের প্রতি তাদের কোনো আস্থা নেই। যদিও ৩৬% কিছুটা আস্থা আছে, কিন্তু ১০% ব্যক্তিই বলেন যে, তারা নেতৃত্বে আস্থাশীল।

শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব: তবে, প্রায় ৩৩% অংশগ্রহণকারী মনে করেন সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি শেয়ারবাজারে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, কারসাজিকারকদের জরিমানা শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ২৮% মতামত প্রদানকারী জানিয়েছেন।

ডিএসইর ভবিষ্যৎ এবং খাত ভিত্তিক প্রবৃদ্ধি: শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স চলতি বছর ৫ থেকে ৬ হাজারের মধ্যে থাকবে বলে প্রায় ৬১% বিনিয়োগকারী ধারণা করছেন। এছাড়া, ওষুধ খাত, ব্যাংক খাত, টেলিকম এবং তথ্যপ্রযুক্তি খাতই এই বছরের প্রবৃদ্ধির মূল চালক হবে বলে মতামত প্রকাশ করেছেন।

দিনশেষে লেনদেন: শেয়ারবাজারের দৈনিক গড় লেনদেন ৪০০ থেকে ৬০০ কোটি টাকার মধ্যে থাকবে, এমন ধারণা পোষণ করেছেন ৬৪% অংশগ্রহণকারী। তবে, কেউই মনে করেন না যে, লেনদেন এক হাজার কোটি টাকার বেশি হবে।

লঙ্কাবাংলা সিকিউরিটিজ প্রতি বছর এই জরিপটি চালিয়ে থাকে, যার উদ্দেশ্য শেয়ারবাজারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত প্রবণতা সম্পর্কে একটি পরিষ্কার চিত্র উপস্থাপন করা।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে