ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

ট্রাম্পের শুল্ক নীতি: ভারতের গাড়ি কোম্পানির শেয়ারের বড় ধস

২০২৫ মার্চ ২৮ ১৩:১৭:২১
ট্রাম্পের শুল্ক নীতি: ভারতের গাড়ি কোম্পানির শেয়ারের বড় ধস

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে, বিশেষ করে গাড়ি নির্মাণ কোম্পানির শেয়ারের দর। এই তালিকায় রয়েছে টাটা মোটরস ও জাগুয়ার ল্যান্ড রোভার। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শেয়ারবাজার খোলার কিছুক্ষণের মধ্যেই টাটা মোটরসের শেয়ারের দর ৬.৬১% কমে যায়, যা প্রায় ৩৯ টাকা পতিত হয়।

এদিন, অন্যান্য গাড়ি কোম্পানির শেয়ারের দামও নিম্নমুখী প্রবণতা দেখায়। বিশেষ করে আইশার মোটরসের শেয়ার ১% কমে যায়, এবং সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফোরজিংস লিমিটেড ও সংবর্ধনা মাদারসনের শেয়ারের দরও যথাক্রমে ৪.৫২% এবং ৪.৩৫% কমে যায়।

এছাড়া, ভারত ফোর্জ, সানসেরা ইঞ্জিনিয়ারিং, সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং এবং বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরও পতন ঘটেছে। নিফটি অটো সূচক ১.৫% কমে যায়।

তবে, বিশ্লেষকদের মতে, ভারত থেকে যুক্তরাষ্ট্রে গাড়ি রফতানির পরিমাণ বেশ কম, ফলে ট্রাম্পের শুল্কনীতির কারণে ভারতের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনা কম।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে