ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ডিসির বাংলোয় উদ্ধার হলো বিপুল সংখ্যক সিলমারা ব্যালট পেপার

২০২৫ মার্চ ২৯ ১৪:৫৮:৪০
ডিসির বাংলোয় উদ্ধার হলো বিপুল সংখ্যক সিলমারা ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ বাগানের একটি গর্ত থেকে বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের জন্য ব্যবহৃত হয়েছিল।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়ায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, ডিসির পুরনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধারের একটি অভিযানের সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যালট পেপারগুলো দেখতে পান। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সেগুলো উদ্ধার করা হয়।

ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে