ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

সিএসই’র সাবেক প্রেসিডেন্টের ব্যাংক হিসাব জব্দ 

২০২৫ মার্চ ২৮ ১৩:০১:০১
সিএসই’র সাবেক প্রেসিডেন্টের ব্যাংক হিসাব জব্দ 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সাবেক প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকা কর ফাঁকি ও দুবাইয়ে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ বিষয়ে তদন্ত করে এবং তাদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করে দিয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ফখর উদ্দিন আলী আহমেদ ও তার ভাইয়েরা পাথর ও কয়লা আমদানির বিপরীতে কর ফাঁকি দিয়েছেন, যার পরিমাণ ৫০ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া বিভিন্ন সম্পদের তথ্য গোপন করে আরও ৮ কোটি ২৬ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। এর ফলে তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে, যদিও আদালতে আপিল করে একটি হিসাব খোলার অনুমতি পেয়েছেন তারা।

ফখর উদ্দিন আলী আহমেদ ও তার ভাইরা "ফখর উদ্দিন ব্রাদার্স" নামে একটি গ্রুপের মালিক। ফখর উদ্দিন বর্তমানে গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য ভাইরা বিভিন্ন পদে কাজ করছেন। এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, তারা কর ফাঁকি দেয়ার জন্য কয়েকটি প্রতিষ্ঠান ব্যবহার করেছে।

ফখর উদ্দিন আলী আহমেদের ছেলে, ফখরুস সালেহীন নাহিয়ান দাবি করেছেন যে, সিআইসি তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তা তাদের প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, "এটা আমাদের জন্য অত্যন্ত অন্যায়, কারণ আমরা বহু বছর ধরে সরকারকে কর দিয়ে আসছি।"

এনবিআরের অনুসন্ধানে দেখা গেছে, তারা বিদেশে বিনিয়োগের মাধ্যমে কর ফাঁকি দিয়েছে, বিশেষ করে দুবাইয়ের একটি প্রকল্প "স্যাফায়ার-৩২" এ বিনিয়োগের মাধ্যমে। তবে ফখর উদ্দিন এবং তার ছেলের দাবি, সেখানে কোনো বিনিয়োগ হয়নি এবং তারা দাবি করেন, এটি সম্পূর্ণ মিথ্যা।

এনবিআর জানিয়েছে, ফখর উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে তাদের বিদেশে অবস্থিত সম্পত্তি বা বিনিয়োগ গোপন করার কারণে তাদের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা হয়েছে। তাদের বিদেশে থাকা সম্পত্তির বাজারমূল্য অনুযায়ী জরিমানা আদায়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে