ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

২০২৫ মার্চ ২৯ ১৯:৪০:০৬
হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজযাত্রীদের জন্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার ১৫২ সদস্যের একটি সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করেছে, যারা হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত দলের সদস্যদের মধ্যে ৬৯ জন চিকিৎসক, ৪৪ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট এবং ১৫ জন ওটি বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন্তর্ভুক্ত রয়েছেন। এই দলের প্রধান দায়িত্ব হবে হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা। তবে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী, এই দলের সদস্যরা হজ করার সুযোগ পাবেন না।

আদেশে আরও বলা হয়েছে, কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান বা আত্মীয়কে সঙ্গে রাখতে পারবেন না। শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছর যেখানে ১৮৯ সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছিল, সেখানে এবার ১৫২ সদস্যের দল গঠন করা হয়েছে।

এছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে