ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

কৃষিবিদ ফিডের ডিভিডেন্ড পরিশোধে জালিয়াতি

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:০৩:৪৩
কৃষিবিদ ফিডের ডিভিডেন্ড পরিশোধে জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড একের পর এক আইন লঙ্ঘন করে চলেছে। ২০২৩ সালে ঘোষিত ডিভিডেন্ড এখনও বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি, এবং এ বছরের নতুন বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে প্রতারণার মতো প্রতিত হচ্ছে। কোম্পানিটি ফান্ড সংকটের কারণে ডিভিডেন্ডের অর্থ অন্য খাতে ব্যবহার করেছে, যা আইন বিরোধী।

সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ অর্থবছরের জন্য ঘোষিত ১০% ক্যাশ এবং ২% বোনাস ডিভিডেন্ড এখনও শেয়ারহোল্ডারদের পরিশোধ করা হয়নি। তবে, ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নতুন ৫% বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে কৃষিবিদ ফিড। এর আগে ২০২৩ সালের ১২% ডিভিডেন্ডের ঘোষণা করা হলেও তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স অনুযায়ী ৩০ দিনের মধ্যে পরিশোধ করা হয়নি, যা আইন লঙ্ঘন।

কোম্পানির সচিব মো. মামুন আহমেদ জানিয়েছেন, ফান্ড সংকটের কারণে ডিভিডেন্ড পরিশোধে বিলম্ব হয়েছে এবং তারা শিগগিরই পরিশোধ করার চেষ্টা করবেন। তবে, বিএসইসি এবং ডিএসই কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে বিনিয়োগকারীরা অভিযোগ করছেন। তাদের মতে, বিএসইসি যদি সময়মতো পদক্ষেপ নিত, তাহলে কৃষিবিদ ফিড লিমিটেড এক বছর ধরে বিনিয়োগকারীদের প্রাপ্য অংশ পরিশোধে বিলম্ব করতে পারত না।

এসএমই বোর্ডের শেয়ারগুলো নিয়ে বিনিয়োগকারীরা বারবার চিঠি দেওয়ার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রক সংস্থাগুলি। বিনিয়োগকারীরা দাবি করছেন, এসএমই বোর্ড বিলুপ্ত করে মূল মার্কেটে স্থানান্তর করে সঠিক মনিটরিংয়ের আওতায় আনা উচিত।

এছাড়া, কোম্পানিটি আগেও আইন ভঙ্গ করেছে। যেমন উদ্যোক্তা পরিচালক জিন্নাত আরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন। আরও অভিযোগ রয়েছে, বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কনসেন্ট লেটার শর্ত লঙ্ঘন করেছে কৃষিবিদ ফিড লিমিটেড।

বিনিয়োগকারীদের দাবি, বিএসইসি যদি যথাযথ পদক্ষেপ নিত, তবে এ ধরনের অবিচারের সম্ভাবনা ছিল না এবং কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল।ল।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে