ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাতভর ডাকাত আতঙ্ক, পাহারায় এলাকাবাসী

২০২৫ জানুয়ারি ২৪ ১৭:১৫:১২
রাতভর ডাকাত আতঙ্ক, পাহারায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নের গ্রামে রাত নামলেই ডাকাত আতঙ্ক বিরাজ করছে। বেশ কিছু ডাকাতি ও চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাতভর পালাক্রমে পাহারা দিচ্ছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ সময় টহল বাড়ানো হয়েছে, তবে ডাকাতরা সুযোগ বুঝে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে যাচ্ছে।

গ্রামবাসীদের মতে, শীত এলেই ডাকাতির ঘটনা বেড়ে যায়। সম্প্রতি সাপলেজা, বেতমোর, আড়াগাছিয়া ইউনিয়নসহ আশপাশের গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর, স্থানীয়রা নিজেদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন, যাতে ডাকাতরা যাতে পুনরায় তাদের ঘর-বাড়িতে হানা দিতে না পারে।

এদিকে, ১০ জানুয়ারি সাপলেজা ইউনিয়নের তিনটি গ্রামে এক রাতে পালাক্রমে ডাকাতি ঘটে, যেখানে ডাকাতরা ঘরের দরজা ও জানালা ভেঙে নগদ টাকা এবং সোনা লুট করে নিয়ে যায়। এছাড়া, তাফালবাড়িয়া গ্রামে কৃষক জাকির হোসেনের বাড়িতে আধিপত্য বিস্তারকারী ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে ৭৪ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নেয়।

এই আতঙ্কে গ্রামবাসীরা স্থানীয় মাইকিং করে সকলকে সতর্ক করে তোলে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে একে অপরকে সজাগ থাকতে পরামর্শ দিচ্ছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে এই গ্রামগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানিয়েছেন, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারণে, পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতায় টহল বাড়ানো হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে