ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে বিমানে ফেরত পাঠানো হল শত শত ব্যক্তিকে

২০২৫ জানুয়ারি ২৪ ১৭:০৯:২৯
যুক্তরাষ্ট্রে বিমানে ফেরত পাঠানো হল শত শত ব্যক্তিকে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। সম্প্রতি, ট্রাম্প প্রশাসন ৫০০ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং সেগুলোর মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, অপরাধী এবং যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছে। এই অভিযানে ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স পোস্টে জানিয়েছেন, এই অভিযানটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর অপারেশন হিসেবে পরিচিত। তিনি আরও জানান, এর মধ্যে কিছু পরিচিত অপরাধী গ্যাং সদস্যও রয়েছে।

অভিযানে ৪ জন দ্য ট্রেন দে অ্যারাগুয়া গ্যাংয়ের সদস্য এবং কয়েকজন অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিও গ্রেপ্তার হয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করছে।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প প্রশাসন এই ধরনের পদক্ষেপে অটল রয়েছে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত রাখবে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে