ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

২০২৫ জানুয়ারি ১৩ ১৬:৪০:৫৭
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ রিট খারিজ করেন।

আদালত রায়ে বলেন, "দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ হিসেবে মেনে নিয়েছে, তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।" আদালত আরও বলেন, "আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে, সুতরাং এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।"

এই আদেশের বিরুদ্ধে রিটকারী আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর, ১৫ বছরের শাসন শেষে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে