ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

এফবিআই’র তদন্তে

হাসিনা ও জয় সাড়ে ৩ হাজার কোটি টাকার পাচার করেছেন

২০২৫ জানুয়ারি ১৩ ২৩:০৮:৫৯
হাসিনা ও জয় সাড়ে ৩ হাজার কোটি টাকার পাচার করেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ৮টি বিলাসবহুল গাড়ির মালিক এবং পাঁচটিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এসব তথ্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে উঠে এসেছে।

এফবিআইয়ের তদন্তে বলা হয়েছে, হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) পাচার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে বিভিন্ন অনিয়ম খুঁজে পেয়েছে।

এফবিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, জয় মালিকানাধীন গাড়িগুলোর মধ্যে রয়েছে ম্যাকলারেন ৭২০এস, মার্সিডিজ বেঞ্জ এএমজি জিটি, মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস এবং লেক্সাস জিএক্স ৪৬০। এইসব গাড়ির দাম উল্লেখযোগ্য পরিমাণ।

এফবিআই একই সঙ্গে জয় এবং তার পরিবারের ব্যাংক হিসাব হংকং এবং কেম্যান আইল্যান্ডে খুঁজে পেয়েছে। তারা স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের স্বাক্ষর পেয়েছে।

এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগের সহায়তা চাওয়া হয়েছে যাতে জয় ও তার সহযোগীদের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখা যায়। তাঁরা দাবি করেছেন, জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ও ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে।

এদিকে, সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্নীতির অভিযোগকে “বানোয়াট” বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি দাবি করেছেন, তারা কখনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন না এবং যে পরিমাণ অর্থের উল্লেখ করা হয়েছে, তা কখনো দেখেননি।

এফবিআইয়ের তদন্তের মধ্যে স্থানীয় দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান শুরু করেছে। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।

এই বিষয়ে তদন্ত এখনও চলছে এবং কমিশনের কর্মকর্তারা জানান যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে