ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতকে যে কারণে তলব করেছিল দিল্লি

২০২৫ জানুয়ারি ১৪ ১১:০০:৪০
২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতকে যে কারণে তলব করেছিল দিল্লি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষিতে, ১৩ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. নুরাল ইসলামকে তলব করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তলবের ২৪ ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা ভারতের সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় পরিষ্কার করেছে।

বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা বিষয়ক সকল প্রটোকল ও চুক্তি মেনে চলার জন্য ভারত আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সম্পাদিত সব চুক্তি ও প্রটোকলকে গুরুত্ব দিয়ে চলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, ভারতীয় সরকার জানায়, সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য কাঁটাতারের বেড়া, বাতি লাগানো, উন্নত প্রযুক্তিগত ডিভাইস স্থাপন, এবং গরুর বেড়া স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারত মনে করে, এই সব পদক্ষেপ আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং মানবপাচারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

ভারত আরও জানায়, তারা আশা করে যে বাংলাদেশ আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং সীমান্তের অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করবে। ভারতের পক্ষ থেকে এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হওয়া।

গত ১২ জানুয়ারি বাংলাদেশ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ঢাকায় তলব করেছিল, যার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ দূতকে তলব করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে যথাযথ এবং প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের কাছ থেকে পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেছে।

এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায় রচনা করবে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও মেলবন্ধন তৈরি হবে।

এম এন /

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে