ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

আজহারীর মাহফিলের জন্য পর্দা দিয়ে মন্দির ঢেকে দেয়ার তথ্য নিয়ে যা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৪ ১১:১১:০১
আজহারীর মাহফিলের জন্য পর্দা দিয়ে মন্দির ঢেকে দেয়ার তথ্য নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: গত ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে, কিছু ছবি ও তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল যে, মাহফিলের কারণে নিকটবর্তী গোপাল টিলা শিব মন্দির পর্দা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সঠিক নয়।

রিউমর স্ক্যানার জানিয়েছে, গোপাল টিলা শিব মন্দিরের চারপাশে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছিল, এবং সেগুলো কুয়াশায় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে এবং শিশু-কিশোরদের অযাচিত কৌতূহল থেকে প্রতিমা বাঁচানোর জন্য কাপড় দিয়ে মন্দিরটি ঢেকে দেয়া হয়েছে।

ফেসবুকে পাওয়া একটি পোস্টে আইসিডিডিআরবির (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হাসান আল মাহমুদ জানান, মাহফিলের তিন দিন আগে থেকেই মন্দিরে এই প্লাস্টিক টাঙ্গানো হয়েছিল এবং মাহফিল শেষ হলেও এই প্লাস্টিকগুলো এখনও টাঙানো রয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থও বলেন, মন্দিরের পাশে চলমান সরস্বতী প্রতিমা তৈরির কাজের জন্যই স্থানীয় একজন কারিগর মন্দিরের চারপাশে প্লাস্টিক টাঙিয়েছেন। তিনি জানান, এই কাজটি মাহফিলের সাথে সম্পৃক্ত নয়, বরং কুয়াশার কারণে প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে এবং শিশু-কিশোরদের কৌতূহল এড়াতে এটি করা হয়েছে।

হাসান আল মাহমুদ আরও বলেন, মন্দিরের সাধারণ সম্পাদক ভিডিও বার্তায় একই তথ্য নিশ্চিত করেছেন এবং ইন্টারনেটে প্রচারিত দাবিটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মাহফিলের মাইকের কারণে মন্দিরে কোনো সমস্যা হলে তারা যোগাযোগ করেছিলেন এবং মাইক সরানোর প্রস্তাবও করেছিলেন।

অর্থাৎ, গোপাল টিলা সার্বজনীন পূজা মণ্ডপের চারপাশে প্লাস্টিক বা পর্দা টাঙানোর ঘটনাটি মাহফিলের সাথে সম্পর্কিত নয়। এটি শুধুমাত্র প্রতিমা তৈরির প্রক্রিয়ার অংশ ছিল, যা কুয়াশার কারণে প্রতিমাগুলো রক্ষার্থে করা হয়েছিল।

এই বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্যটি আসলে মিথ্যা। মাহফিলের জন্য মন্দিরের পর্দা টাঙানোর দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লেও, এটি প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

এম এন /

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে