ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৫ আগস্ট নিয়ে যে তথ্য জানালেন ভারতের সেনাপ্রধান

২০২৫ জানুয়ারি ১৩ ২২:৫৫:৪০
৫ আগস্ট নিয়ে যে তথ্য জানালেন ভারতের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন ভারতের সেনাপ্রধান।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিজে এ তথ্য জানিয়েছেন।

ভারতের সেনাপ্রধান বলেন, গত আগস্টে দেশের ক্ষমতার রদবদল হওয়ার সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁর ‘সার্বক্ষণিক যোগাযোগ’ চলছিল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, "বর্তমানে আমাদের উভয় পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"

জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে ভারতের সেনাপ্রধান বলেন, "যখন সেখানে ক্ষমতার পালাবদল ঘটেছিল, তখন আমরা নিজেদের মধ্যে অব্যাহত যোগাযোগ রেখেছিলাম। এরপর গত ২০ নভেম্বর আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্সও হয়েছে, যা দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্কের ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ।"

বাংলাদেশের সামরিক হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় ধরে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এ কথাটি স্পষ্ট হচ্ছে যে, শেখ হাসিনার দেশ ত্যাগের প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটি সমন্বয় রক্ষা করেই ঘটেছিল।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, “তিনি জানিয়েছেন যে ভারত তাদের জন্য একটি স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং কথাটি আমাদের ক্ষেত্রেও সত্য। আমাদের প্রতিবেশী হিসেবে একসঙ্গে থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে। যেকোনো ধরনের সংঘাত উভয়ের জন্যই ক্ষতিকর।”

তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক এবং সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে।

ভারতের সেনাপ্রধান বলেন, “আমাদের অফিসাররা এনডিসি-র জন্য নিয়মিত বাংলাদেশে গেছেন, সেখানে কোনো সমস্যা নেই। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি দেরিতে হবে। পরিস্থিতির উন্নতি হলে তা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।”

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে