ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

২০২৫ জানুয়ারি ১৩ ২১:৪৫:৫৪
এইচএমপি ভাইরাস নিয়ে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের সকল যাত্রী, স্টাফ এবং দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। আজ সোমবার, বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়েছে, সকল বিমানবন্দরের যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের মুখে মাস্ক পরিধান করা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উৎসাহিত করা হয়েছে। এছাড়া, যদি কোনো ব্যক্তির মধ্যে জ্বর, কফ বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে, পরিস্থিতি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে।

এছাড়া, দেশি-বিদেশি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে তাদের নিজস্ব অবস্থান থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষত, যেসব দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী রয়েছে, সেই দেশগুলো থেকে যাত্রী আনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। যদি প্লেনের ভেতর কোনো যাত্রীর মধ্যে এই ভাইরাসের লক্ষণ দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে অবহিত করতে হবে।

ফ্লাইটে এইচএমপিভি আক্রান্ত কোনো রোগী থাকলে তাদের কীভাবে হ্যান্ডেল করা হবে, সে বিষয়ে এয়ারলাইন্সের ক্রু এবং যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে