ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনের মধ্যও বেশির ভাগ কোম্পানির শেয়ার ইতিবাচক

২০২৫ জানুয়ারি ১৪ ১৪:৪৯:৩৬
পতনের মধ্যও বেশির ভাগ কোম্পানির শেয়ার ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক: আগের দুই কর্মদিবসের মতো আজ মঙ্গলবারও (১৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। আজ বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজা ১৫১ পয়েন্টে। যা সোমবার ৪ পয়েন্ট ও রোববার ৩৮ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৬ কোটি ৭০ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮১ টি বা ৪৫.৭১ শতাংশের। আর দর কমেছে ১৩১ টি বা ৩৩.০৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৪ টি বা ২১.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে আজ ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৭২ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৮৫ পয়েন্ট। আগেরদিন সিএসইতে ৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে