ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

১৫ দিনের বিদেশ ছুটিতে যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

২০২৫ জানুয়ারি ১৩ ২৩:৪০:২৫
১৫ দিনের বিদেশ ছুটিতে যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ১৫ দিনের ছুটিতে মালয়শিয়ায় যাচ্ছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, তিনি মেয়েকে স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করতে সহায়তা করার জন্য এ ছুটিতে মালয়শিয়ায় যাচ্ছেন।

গত ১২ ডিসেম্বর নির্ধারিত শর্তের আওতায় বিদেশ সফরে তিনি সরকারের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন। তার এ ছুটি বহিঃবাংলাদেশ ছুটি হিসেবে গণ্য হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

আদেশে বলা হয়, বিএসইসি চেয়ারম্যার খন্দকার রাশেদ মাকসুদকে শর্তাবলীর অধীনে বিদেশ ভ্রমণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। তিনি আগামী ২১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন ছুটি কাটাবেন। তাঁর সফর সঙ্গী থাকবেন স্ত্রী সামিয়া ফয়সাল মাকসুদ ও মেয়ে দিয়ানা তানাশসাত মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের ছুটি ও ভ্রমণের শর্তাবলীগুলো হলো- তিনি ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় নিজে বহন করবেন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক কোন ব্যয় বহন করা হবে না; তিনি স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন; তার ভ্রমণের সময় বহির্বিশ্ব ছুটি হিসেবে গণ্য হবে; এই অনুমোদনের জন্য বিএসআর (পর্ব-১) এর পরিশিষ্ট ৮ এর বিধি ৩৪ এর বিধান প্রযোজ্য; এবং অনুমোদিত সময়ের বেশি তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে