ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি, এখন নিজে হাঁটতে পারেন

২০২৫ জানুয়ারি ১৩ ১২:১০:০৯
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি, এখন নিজে হাঁটতে পারেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে এবং তিনি এখন নিজে হাঁটতে পারেন। লন্ডনে বিশেষায়িত চিকিৎসা গ্রহণের জন্য তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। বর্তমানে "দ্য লন্ডন ক্লিনিক" হাসপাতালে চিকিৎসাধীন তিনি, এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে তার ব্যক্তিগত চিকিৎসক, ডা. জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) এই হাসপাতালে সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন বলেন, "খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন এবং এখন একা একা হাঁটতেও পারেন।" এছাড়া, তিনি আরও জানান যে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আজ কিছু পরীক্ষা করানোর কথা রয়েছে।

রবিবার খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং তিনি আগের দিনের চেয়ে অনেক ভালো অনুভব করছেন। চিকিৎসায় সাহায্যকারী হিসেবে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি সহ বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।

এদিন খালেদা জিয়ার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমান তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।

এছাড়া, যুক্তরাজ্য বিএনপি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে